রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ রাণীশংকৈল উপজেলায় করোনার টিকা কর্যক্রমের ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (৭আগস্ট) সকাল ৯টায় উপজেলার ৮টি ইউনিয়ন ও এক পৌরসভায় ভ্যাকসিনেশন কর্মসূচি একযোগে শুরু হয়। পৌর শহরের ৯টি ওয়ার্ডের মধ্যে ১হতে ৫টি ওয়ার্ডে করোনার টিকার শুভ উদ্বোধন কালে মেয়র মোস্তাফিজুর রহমান বলেন – প্রতিটি ওয়ার্ডে সামান ভাবে নজর রাখছি-আশা করি সল্প সময়ে সকল পৌর বাসীকে করোনার টিকা দেওয়া হবে। আগামী ৮আগষ্ট ৬হতে ৯নং ওয়ার্ডে করোনার টিকা দেওয়ার ব্যাবস্থা গ্রহণ করা হবে। উপজেলা স্বাস্থ্য ও এফপিও কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী জানায়- সকল উপজেলায় করোনার টিকার কার্যক্রম চলছে দ্রæত ভাবে। স্বাস্থ্য কর্মিরা তাদের নিষ্ঠার সাথে পালন করছে। এদিকে উপজেলা মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম বলেন- আমি বিভন্ন কেন্দ্রে গিয়ে করোনার টিকার দান কার্যক্রমে অংশ গ্রহণ করেছি- সাধারণ জনগণ নিজ খুশি মতো টিকা গ্রহন করছে, রেজিঃ ছাড়াই শুধু মাত্র ১৮বছরের উপরে ভোটার আইডি নিয়ে আসলেই স¦াস্থ্য কর্মি নিশ্চিত করছেন টিকা। সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে টিকার আওতায় আনতে প্রাথমিক ভাবে গণটিকা কার্যক্রম আরম্ভ হয়েছে।