রবিবার , ৮ আগস্ট ২০২১ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ফজিলাতুন্নেছা মুজিবের ৯১’তম জন্মবার্ষিকী ও আলোচনা সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৮, ২০২১ ১:৩৫ অপরাহ্ণ

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই বিষয়কে সামনে নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ ৮ আগস্ট সকাল সাড়ে ১০টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভা কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১’ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় মাঠ পর্যায়ের দুঃস্থ, অসহায় আশ্রিত, নির্যাতিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্বে আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেরা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবাহান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল সিদ্দিকীর স্বাগত বক্তব্যের পরে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু,
বালিয়াডাঙ্গী নাগরিক কমিটির সভাপতি ও বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, রুবা আক্তার আশা মনি ও উম্মে মনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত