দিনাজপুর প্রতিনিধি \
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন,
শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সংগ্রাম
করে করে যাচ্ছেন। যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, ততদিন
এদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন।
ইতিপূর্বে ধর্মীয় উস্কানি দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের
চেষ্টা চালানো হয়েছে। বর্তমান সরকারের নেতৃত্বে ১৯৭২ সালের
সংবিধান পুনঃপ্রতিষ্ঠা হলে এদেশে কেউ আর কোন সাম্প্রদায়িক
সংঘাত সৃষ্টি করতে পারবে না।
গতকাল সোমবার সন্ধ্যায় দিনাজপুর রাজ দোবোত্তর এস্টেট এর
আয়োজনে কাহারোল উপজেলাধীন ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে
শ্রীশ্রী কান্তজীউ’র রাস উৎসব উপলক্ষ্যে মাসব্যাপী মেলার
উদ্বোধনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা বলেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাংসদ মনোরঞ্জন শীল
গোপাল। তিনি বলেন, দিনাজপুর জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির
নিদর্শন। আর এই ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে আজকের রাস
মেলাকে কেন্দ্র করে ধর্ম বর্ন নির্বিশেষে এ মেলায় আগমন
ঘটেছে সকল ধর্মের হাজার হাজার ভক্তবৃন্দের।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের
সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক
(শিক্ষা ও আইসিটি) দেবাশিষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার
(ডিএসবি) রেজওয়ানুল হক, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি
স্বরুপ কুমার বকসী বাচ্চু, স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর রাজ
দেবোত্তর এস্টেট এর এজেন্ট রনজিৎ ুমার সিংহ।
এর আগে ফিতা কেটে মাসব্যাপী রাস মেলার উদ্বোধন করেন
প্রধান অতিথি নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি,
মনোরঞ্জনশীল গোপাল এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, প্রতি বছর বাংলা কার্তিক মাসের চাঁদের পূর্ণিমায়
এই রাস উৎসব পালিত হয়। রাস উৎসব উপলক্ষে বসে রাস মেলা। মেলায়
দেশের প্রায় সব জেলা ছাড়াও ভারত থেকেও শতশত নারী-পুরুষ ভক্ত-
পূণ্যার্থী ও দেশী-বিদেশী বিপুল সংখ্যক পর্যটকেরা মেলায়
আসেন। নির্মল বিনোদনের জন্য সার্কাসসহ ধর্মীয়
কীর্ত্তনগান ছাড়াও হিন্দু ধর্মীয় বই-পুস্তক, শাঁখা-সিদুর, শড়খ,
বালা, চুড়িসহ নানান পণ্যের পসরা সমৃদ্ধ দোকান মেলায় শোভা
পেয়েছে।