মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারত থেকে চোরাই পথে গরু নিয়ে আসার সময় এলাকাবাসী ধাওয়া করে একটি আটক করে। পরে বশালগাও বিওপিতে জানানো হলে বিজিবি গরুটি ক্যাম্পে নিয়ে আসে। এতে গরু ব্যবসায়ী গফুর , কারগিল, মীর সাহেব ক্ষিপ্ত হয়ে সোহেল রানা নামে এক ব্যক্তিরকে মারপিট ও হত্যা করাসহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। তাই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সোহেল রানা হরিপুর থানা আজ রবিবার একটি সাধারণ ডায়রী করে। সোহেল রানা হরিপুর উপজেলার ৫ নং হরিপুর সদর ইউনিয়নের বশালগাঁও গ্রামের সোলাইমানের ছেলে। গরু ব্যবসায়ী গফুর (২৫), কারগিল (২২), মীর সাহেব (২০) একই গ্রামের দুলালের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, রবিবার (৮আগষ্ট) রাত্রে উপজেলার বশালগাঁও সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে গরু নিয়ে আসছিলো আসার সময় এলাকাবাসী ধাওয়া করে একটি ভারতীয় গরু সহ একজন গরু ব্যবসায়ীকে আটক করে। পরে এলাকাবাসী ক্যাম্পে খবর দিলে বশালগাও বিজিবি আটককৃত গরুটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
বশালগাও ক্যাম্প কমান্ডার আব্দুল আওয়াল গরু উদ্ধারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আরওঙ্গজেব বলেন সোহেল রানা নামে এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ করেছে,বিষয়টি তদন্ত করে ডায়রী ভুক্ত করা হবে।