রবিবার , ৬ জুলাই ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে এনসিপি’র উপজেলা কার্যালয় উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ৬, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আটোয়ারী উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে ফকিরগঞ্জ বাজার তোয়াবুর মার্কেটে প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র আহŸায়ক নাহিদ ইসলাম ফিতা কেটে এনসিপি আটোয়ারী উপজেলা কার্যালয় শুভ উদ্বোধন করেন। এসময় এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম সহ এনসিপি’র জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, আমরা একাত্তরের স্বাধীনতাকে অস্বীকার করছিনা, ২৪ এর স্বাধীনতার সময় আপনারা দেখেছেন কিভাবে ফ্যাসিবাদী সরকারের বাহিনী আমাদের নিরস্ত্র ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে। বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছি, শুধুমাত্র একটি স্বাধীন সার্বভৌমত্ব ও বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়। আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ কওে যাচ্ছি। হাসিনা সরকার যেভাবে দেশে দুর্নীতি, অর্থ লুটপাট সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক ট্রানজিট সুবিধা দিয়েছে ভারতকে এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ারও চুক্তি করেছে। ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশে আবারও সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিস্তার লাভ শুরু হয়েছে। যুব সমাজকে আবার অধপতনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা এটার জন্য হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করিনি, এজন্য স্বৈরাচারের পতন ঘটানো হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগ সনাতন ধর্মের লোকদের সাথে ইনসাফ করেনি। আওয়ামী লীগ কোনো দিন অসাম্প্রদায়িক ছিল না। মুজিব পরিবার দেশের জমিদারি নিয়েছিল, সেই জমিদারি প্রথা আমরা ভেঙ্গে দিয়েছি। নতুন কোন জমিদার, স্বৈরাচার ও ফ্যাসিবাদ তৈরী হলে তাদের বিরুদ্ধেও আমরা লড়াই করবো। অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে এখন মামলা বাণিজ্য চলছে। যারা চাঁদাবাজি করছে, সিন্ডিকেট করছে, মামলা বাণিজ্য করছে। ক্ষমতায় গেলে তারা আপনার টিন খুলে নিয়ে যাবে। আমাদের দেশে এক শ- দুই শ টাকায় ভোট বিক্রি হয়। মনে রাখবেন, আপনি একদিন তাদের কাছে বিক্রি হলে পাঁচ বছর তারা আপনাকে নির্যাতন করবে। তাই যোগ্য নেতৃত্ব আপনাকে বেছে নিতে হবে। এনসিপি’র উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম নিজ উপজেলার মানুষের উদ্দেশ্যে বলেন, যারা মনে করেন এনসিপিতে এসে চাঁদাবাজি ও দুর্নীতি করবেন তাদের বলতে চাই এনসিপিতে আপনাদের ঠাঁই নেই। কেউ যদি আমার পরিচয় ব্যবহার করে সুবিধা নিতে চায় সে আমার কেউ নয়। এই এলাকার যেসব অফিসের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বান্দরবানে পাঠিয়ে দেওয়া হবে। তিনি বলেন, এনসিপি আটোয়ারী উপজেলা শাখা কার্যালয় উপজেলাবাসীর সকল সমস্যার সমাধানের কেন্দ্র বিন্দু হয়ে উঠতে পারে। এনসিপি সারাদেশে বিস্তার লাভ করছে। এনসিপি বিস্তারের ক্ষেত্রে আটোয়ারী উপজেলা কার্যালয় সারা বাংলাদেশের মধ্যে যেন রোল মডেল হয়। এই অফিস থেকে উপজেলার প্রতিটি মানুষের কাছে এনসিপি’র বার্তা পৌঁছে যায়। দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে আটোয়ারী উপজেলা এনসিপি’র কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে ঠাকুরগাঁও ও দিনাজপুরের উদ্দেশ্যে পদযাত্রা করেন এনসিপি সংগঠক সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ১ জন প্রতারক ডিবি পুলিশের হাতে আটক

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা

খানসামায় বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

খানসামায় মাদরাসা ছাত্রকে অপহরণ মুক্তিপণ দাবি

রাণীশংকৈলে দিন ব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সরকারি নিদের্শনায় শহর ফাঁকা—— উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে রাণীশংকৈলের গ্রাম্য হাট-বাজার

হরিপুরে “ঠাকুরগাঁও প্রবাসী কল‍্যান সংগঠনের” পক্ষ

ভাবকী গ্রামে এবারও বিনামূল্যে চাল বিতরণ

হাবিপ্রবিতে কৃষকদের জন্য “আধুনিক পদ্ধতিতে সবজি চাষ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

চাহিদা ও ভালো দাম পাওয়ায় খুশি আলু চাষীরা বিভিন্ন দেশে বীরগঞ্জ থেকে এপর্যন্ত ১৩০০মে.টন আলু রপ্তানি