বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর প্রতিনিধি॥- দিনাজপুর-১ ( বীরগঞ্জ – কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। মাদক আমাদের সমাজের একটি ব্যাধি। তাই এই ব্যাধি থেকে যুব সমাজকে মুক্ত করতে খেলাধুলায় উৎসাহ যোগাতে হবে। শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজন করতে হবে, তা হলেই যুব সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। আর সমাজকে এবং নিজ সন্তান ও পরিবারকে মাদকমুক্ত রাখতে হলে নিজ ঘর থেকে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।মুজিব শতবর্ষের উপহার হিসেবে ৮ আগস্ট ২০২১ রোববার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে “টেনিস গ্রাউন্ড” এর ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে এমপি গোপাল এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মো. আল কামাহ তমাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আযম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানার ওসি মো. রইচ উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার প্রমূখ।