সোমবার , ৮ আগস্ট ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন শুরু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৮, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ

সাময়িকভাবে উত্তোলন বন্ধের এক সপ্তাহ পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সীমিত আকারে পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে দেশী শ্রমিকদের অন্তভ‚ক্ত করে পুরোদমে উত্তোলনের সম্ভাবনা রয়েছে বলে জানান বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) এমডি মোঃ সাইফুল ইসলাম সরকার।
কয়লা খনির ফেজ পরিবর্তনের কারণে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর গত ২৭ জুলাই বড়পুকুরিয়া কয়লা খনির নতুন কূপে পরীক্ষামূলক কয়লা উত্তোলন শুরু হয়। পরীক্ষামূলক উত্তোলনের এক সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গভাবে উত্তোলনের প্রস্তুতি নিচ্ছিল শ্রমিকরা। এর মধ্যে জুলাই মাসের শেষে খনিতে কর্মরত অর্ধ শতাধিক চীনা ও বাংলাদেশি শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়। ফলে সংক্রমণ ঠেকাতে খনি কর্তৃপক্ষ সাময়িকভাবে উত্তোলন বন্ধ করে দেয়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) এমডি মোঃ সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা পরিস্থিতি কিছুটা ম্যানেজ করে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চীনা শ্রমিকরা এক শিফটে কয়লা উত্তোলন করে। পরে তারাই কয়লা উত্তোলন শুরু করেছে। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে দেশী শ্রমিকদের অংশগ্রহনে পুরোদমে কয়লা উত্তোলনে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে খনিতে ৩০০ চীনা ও ১৩৮জন দেশি শ্রমিক কর্মরত রয়েছেন। করোনা পরিস্থিতি মোকাবিলা করে উৎপাদন চালু রাখার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। যদিও শনিবার ৭১ জনের করোনা পরীক্ষা করার মধ্যে ২৭জনের পাওয়া ফলাফলে আবারও তিনজন চীনা শ্রমিকের করোনা পজিটিভ পাওয়া যায়।
উল্লেখ্য,কয়লা খনির পরিত্যক্ত ফেজ থেকে নতুন ফেজের যন্ত্রপাতি স্থানান্তর ও সংস্কার কাজের জন্য গত ১ মে খনির ১৩১০ নম্বর ফেজ (কূপ) থেকে কয়লা উত্তোলন বন্ধ করা হয়। পরে টানা ২ মাস ২৭দিন বন্ধ থাকার পর বুধবার নতুন ১৩০৬ নম্বর ফেজে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়। গত ২৭জুলাই সকালে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ কয়লা উৎপাদন উদ্বোধন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে দেশি মুরগি ও উপকরণ বিতরণ

জীবনের গল্প বলা ও ছবি আঁকার মাধ্যমে জীবনের দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

কাহারোলে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

দিনাজপুরে ট্্রান্সফরমার ও সেচপাম্প ডাকাতি প্রতিরোধে ভুক্তভোগী কৃষকদের স্মারকলিপি ও সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

আটোয়ারীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বালিয়াডাঙ্গীতে আবাও চুরি সংঘটিত- সাধারণ মানুষ আতঙ্কিত

বোচাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

গণমাধ্যমকর্মীরা করোনাকালের নির্ভীক যোদ্ধা: তথ্যমন্ত্রী

ঈদুল আযহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বীরগঞ্জের গরু খামারীরা