পীরগঞ্জ প্রতিনিধি ঃ সম্প্রতি খুনলার রুপসা উপজেলার শিয়ালী গ্রামের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ।
বুধবার বিকেলে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধু চত্তরে এ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। এসময় বক্তব্য রাখেন পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি ও পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, পীরগঞ্জ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ যুগ্ম সম্পাদক অরুন চন্দ্র রায়, খনগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি বাদল চন্দ্র রায়, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি হৃদয় চন্দ্র অধিকারি, সম্পাদক ভবতোষ রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ইয়ুথ ফোরামের ডালিম চন্দ্র রায় প্রমুখ। মানব বন্ধনে সরকারের নিকট সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিৎকরন সহ দশটি প্রস্তাব উপস্থাপন করা হয়।