পঞ্চগড় প্রতিনিধি\রণাঙ্গনের বীরদের মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনলো পঞ্চগড় জেলা শহরের শিক্ষা প্রতিষ্ঠানের সহ¯্রাধিক শিক্ষার্থী। গতকাল সোমবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শোনানোর জন্যে পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে রণাঙ্গনের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন। তারা শিক্ষার্থীদেরকে একাত্তরে পাকিস্তানিদের গণহত্যা ও নির্যাতনের বিভিন্ন গল্প শোনান। সরাসরি রণাঙ্গনের যোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনতে পেরে শিক্ষার্থীরাও গর্ববোধ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ আলম সরদার। এসময় প্রকল্পের পরিচালক উপ সচিব মো. নুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিনসহ জেলা শহরের পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শ্রেণিকক্ষে শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়ে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিখতে পারে না। এটি শিক্ষকদের ব্যর্থতা। বিষয়টি অনুধাবন করে ২০১৪ সাল থেকে এ কর্মস‚চি চালু হয়। যা এ প্রকল্পের মাধ্যমে এখন সারাদেশে চালু হয়েছে। ইতোমধ্যে সহ¯্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। শিশুদের গল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্যই এ আয়োজন। প্রতিটি স্কুল ও মাদ্রাসার ছেলেমেয়েদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের তেনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধের গল্প শোনানো হচ্ছে।