শনিবার , ২১ আগস্ট ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রি করছেন দেড় হাজার ব্যবসায়ী’

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২১, ২০২১ ১০:১৩ অপরাহ্ণ

পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ওষুধ ব্যবসায়ীদের ওপর প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

রোববার (৮ আগস্ট) দুপুরে পঞ্চগড় বাজারে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

লিখিত বক্তব্যে সংগঠনটির সিনিয়র সহসভাপতি মনিরুর ইসলাম রুবেল বলেন, ‘পঞ্চগড়ে লাইসেন্সধারী ওষুধ ব্যবসায়ীর সংখ্যা প্রায় এক হাজার। এর বাইরে লাইসেন্সবিহীন ১৪০০ থেকে ১৫০০ ওষুধ ব্যবসায়ী অবৈধভাবে ব্যবসা করে আসছেন। শহরের তুলনায় গ্রামাঞ্চলে এই সংখ্যা বেশি। অতিরিক্ত লাভের আশায় তারাই মানহীন ও নিম্নমানের ওষুধ বিক্রি করে থাকেন। তাদের ওপর ভিত্তি করে গণমাধ্যমে খবর প্রকাশ হচ্ছে। এতে করে প্রকৃত ব্যবসায়ীদের সুনাম নষ্ট হচ্ছে এবং ওষুধ ব্যবসায়ীদের সম্পর্কে মানুষের মাঝে ভুল ধারণা তৈরি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘লাইসেন্স ছাড়া নামে বেনামে নতুন ফার্মেসি গড়ে উঠলেও প্রশাসনের কোনো নজরদারি নেই। তাই অবৈধভাবে ওষুধ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’

জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘একটি বেসরকারি টেলিভিশন ও দৈনিক পত্রিকায় ধারণানির্ভর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই সংবাদটিতে প্রকৃত ওষুধ ব্যবসায়ীদের হেয় করা হয়েছে। চলমান মহামারির এই কঠিন সময়ে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ওষুধের মত জীবনরক্ষাকারী একটি পণ্যের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। যা কোনোভাবেই কাম্য নয়।’

সংবাদ সম্মেলনে সহসভাপতি রাজিউর রহমান রাজুসহ সমিতির নির্বাহী কমিটির সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি উপহার

দেশকে এগিয়ে নিতে নৌকার কোন বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জেলা লিগ্যাল এইড দিবসের উদ্বোধন অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ আর্থিক অসংগতির কারণে দেশের কোন নাগরিক ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়

বাংলাদেশ ইসলামি আন্দোলনের পঞ্চগড়-২ আসনের প্রার্থী বাছাই বিষয়ে দায়িত্বশীলদের নিয়ে মতামত সভা

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

বীরগঞ্জে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা

ঠাকুরগাঁওয়ে ৭০তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

ইসকন মন্দিরে গিরিগোর্বধন পূজা ও অন্নকুট মহোৎসব

জাতীয় পরিসংখ্যান দিবসের র‌্যালী শেষে আলোচনা সভা