জাতীয় পরিসংখ্যান দিবসের র্যালী শেষে আলোচনা সভায় বক্তারা
সময়োপযোগী পরিসংখ্যান ব্যবহারপূর্বক
উন্নয়নের মহাসড়কে এগিয়ে বাংলাদেশ
“স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান” -এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৭ ফেব্রæয়ারী মঙ্গলবার জেলা পরিসংখ্যান কার্যালয় দিনাজপুরের আয়োজনে এবং জেলা প্রশাসন-দিনাজপুরের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্তমান প্রেক্ষাপটে বহিঃবিশ্ব ও দেশীয় ভাবে পরিসংখ্যানকে পরিচিত করা ও পুনগত পরিসংখ্যান ব্যবহার জনপ্রিয় করার লক্ষে সারা দেশের ন্যায় জেলা পরিসংখ্যান কার্যালয় দিনাজপুর ৪র্থ বারের মতো নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করে। সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কাঞ্চন-১ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ দিনাজপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিসংখ্যন কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক ইমরান হোসেন প্রধান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নয়নের পথে জাতিকে এগিয়ে নেওয়ার লক্ষে ২০বছর মেয়াদী “রূপকল্প ২০৪১” বাস্তবায়নে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ এর মাধ্যমে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে আসীন করার প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া পরিবীক্ষণ ও তদারকিতে বিবিএস কর্তৃক সরবরাহকৃত পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিম। প্রধান অতিথি জেলা পরিষদ দিনাজপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিভিন্ন শুমারি ও জরিপের মাধ্যমে মূলত দেশের প্রতিটি বাসগৃহ, খানা ও ব্যক্তির তথ্য সংগ্রহ করে। এছাড়াও জনতাত্তি¡ক ও আর্থসামাজিক ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে থাকে। সময়োপযোগী পরিসংখ্যান ব্যবহারপূর্বক উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বের দরবারে বাংলাদেশ হবে উন্নয়নের অনন্য রোল মডেল।