বিকাশ ঘোয, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর সদরের উত্তর বালুবাড়ীতে আস্থা প্রকল্প কার্যালয়ের হলরুমে ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ মার্চ শনিবার সকাল ১১টায় দৈনিক উত্তর বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান এর সভাপতিত্বে
সভায় বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের ক্লাস্টার সমন্নয়কারী রেফায়েত আরা ঋতু, দিনাজপুর সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস, আস্থা প্রকল্পের দিনাজপুর জেলা সমন্নয়কারী কামরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মোহন পাটোয়ারী, দিনাজপুর জেলা জজ কোর্টের আইনজীবি সিরাজুম মুনিরা, দৈনিক উত্তর বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক জিন্নাত রহমান, দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ন আহবায়ক তারিকুজ্জামান ও আফসানা ইমু সহ আরো অনেকে ।
সভায় জেলা নাগরিক প্লাটফর্মের সদস্যগণ দিনাজপুর জেলার ১৩টি উপজেলার যুব ফোরামের চিহ্নিত সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। এছাড়া নাগরিক ফোরাম কি ভাবে যুব ফোরামের সাথে যুক্ত থেকে তাদের দিক নির্দেশনা দিবেন তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি জেলা নাগরিক প্লাটফর্ম কয়েকটি উদ্যোগ গ্রহনের জন্য সিদ্ধান্ত গ্রহন করেন এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ে ব্যাপক আলোচনা করেন।