বৃহস্পতিবার রাতে দিনাজপুর সদর উপজেলার রাজাপুকুর কাউগাঁ মোড় সংলগ্ন ঐতিহ্যবাহী পূজা মন্ডপে হরিমনি দাস্যা দেবোত্তর এস্টেট মন্দির প্রাঙ্গনে সার্বজনীন শারদীয় দূর্গা পূজার মহা সপ্তমী উপলক্ষ্যে কমিটির উপদেষ্টা রনজিৎ কুমার রায়ের নিজস্ব অর্থায়নে স্বর্গীয় তার পিতা মাতার আত্মার শান্তি কল্পে হতদরিদ্র অসহায় নারীদের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ করেন।
অনুষ্ঠানে হরিমনি দাস্যা দেবোত্তর এস্টেটের সভাপতি নব কুমার সাহা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সার্বজনীন পূজা কমিটির সভাপতি সঞ্চিৎ কুমার রায়, উপদেষ্টা মদন চন্দ্র দাস, উপদেষ্টা খাদ্য ও বস্ত্র বিতরণের দাতা রনজিৎ কুমার রায়, দেবোত্তর এস্টেটের সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র রায় ও কর্মরত পুলিশ প্রশাসনের কর্মকর্তা-আনসার বাহিনীর সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপদেষ্টা রনজিৎ কুমার রায় বলেন, প্রতিবছর দুর্গাপূজায় আমার পরিবারের পক্ষ থেকে আমার ভাইয়েরা আমাদের নিজস্ব অর্থ দিয়ে স্বর্গীয় পিতা-মাতার উদ্দ্যোশে এই খাদ্য ও বস্ত্র বিতরণ করে আসছি। আমার মনে হয় যদি এলাকার গন্যমান্য ব্যক্তিরা এ ধরনের সহযোগিতা প্রদান করেন তাহলে দরিদ্র-অসহায় মানুষদের মাঝে পূজার আনন্দ বজায় থাকবে। আগামীতেও এলাকার দুঃস্থ্য, অসহায় মানুষদের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য আমরা আরও বেশী করে চেষ্টা করব।