মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যাদায় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটির উপর গুরুতারোপ করে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি(তদন্ত) মোঃ দুলাল উদ্দীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে এনআইডি কার্ড বিতরনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়।