ঠাকুরগায়ের পীরগঞ্জে ধর্ষন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মকিম উদ্দীনকে গ্রেফ্তার করেছে থানা পুলিশ ।
শনিবার বিকালে ব্র্যাক অফিসের সামনে থেকে পীরগঞ্জ থানার এসআই মিনহাজ ও তার সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফ্তার করে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মকিম উদ্দীন উপজেলার দৌলতপুর গ্রামের মৃত মফিলত হোসেনের পুত্র। পুলিশ জানায় বিজ্ঞ আদালত চলতি বছরের মার্চ মাসের ১২ তারিখে আসামী মকিম‘কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১বছরের জেল এবং ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬মাসের কারাদন্ড প্রদান করেন। পুলিশ আসামী মকিমকে গ্রেফ্তার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।