পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩৪ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল সহ জহুরুল ইসলাম নয়ন (৩০) ও জামেলা বেগম ওরফে মমেনা নামে দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সকাল ৭টার দিকে পৌর শহরের পাবলিক ক্লাবের সামনে বিআরটিসি বাস কাউন্টারে দাড়িয়ে থাকা রংপুরগামী বিআরটিসি বাসের যাত্রীর আসন থেকে ফেন্সিডিল সহ তাদের হাতেনাতে আটক করে পুলিশ। আটক মাদক কারবারি নয়ন রাণীশংকৈল উপজেলার বাঁশবাড়ি নলদিঘী গ্রামের জবাইদুর রহমানের ছেলে ও জামেলা বেগম জবাইদুর রহমানের স্ত্রী।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম ডন জানান, রানীশংকৈল থেকে অন্য এলাকায় ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে বিআরটিসি বাসে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ৩৪ বোতল ফেন্সিডিল সহ মা ও ছেলেকে আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।