সোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও পৌরশহরের সড়কের বেহাল দশায় ভোগান্তি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৬, ২০২১ ৮:১২ অপরাহ্ণ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভার শহীদ মোহাম্মদ আলী সড়কটির বেহাল দশা। শহরের প্রানকেন্দ্র চৌরাস্তা থেকে সত্যপীর ব্রীজ পর্যন্ত রাস্তাটির অবস্থা বেহাল। এতে চলাচলে ভোগান্তিতে জনসাধারণ। এই সড়কের পাশাপাশি সরকারপাড়া (বলাকা থেকে মডেল স্কুল পর্যন্ত) সড়কটিও বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরে পরে থাকায় চলাচলে অসুবিধার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বৃষ্টির পানিতে এই ২টি সড়কে চলাচল করতে বেশি সমস্যার সম্মুখিন হন পথচারীরা।
গতকাল সোমবার পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের বিক্রমপুর মিস্টান্ন ভান্ডারের সামনে রাস্তায় গিয়ে দেখা যায় বেশ কয়েকটি বড় বড় খানা খন্দক তৈরী হয়েছে সেখানে। যানবাহনগুলো কষ্ট করে যাতায়াত করছে। তবে আশ পাশের দোকানদারেরা জানান বৃষ্টির পানিতে সেখানে পানি ভর্তি থাকার কারনে যানবাহন মাঝে মধ্যেই দুর্ঘটনার স্বীকার হন। এছাড়াও জনসাধারণের যাতায়াতেও মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। একই অবস্থা আমাদের বাজারের সামনে, সেখানেও বেশ কয়েকটি বড় বড় খাল তৈরী হয়েছে। যেগুলো দিয়ে পারাপারে মাঝে মধ্যেই ছোট খাটো দুর্ঘটনা ঘটে। এছাড়াও চাঁনমারিপারা ভাঙ্গারিপট্টির সামনেও একই অবস্থা চোখে পরে।
অন্যদিকে সরকারপাড়ার একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে থাকায় চরম ভোগন্তিতে সেখানকার জনসাধারণ। বলাকা সিনেমা হলের সামনে থেকে শুরু করে মডেল স্কুলের সংযোগ সড়ক পর্যন্ত রাস্তাটি খানা-খন্দকে ভরা। বৃষ্টির পানিতে সেখানে কাঁদা এতই পরিমানে জমে থাকে যে, জনসাধারণ চলাচল করতে পারে না। ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটতে দেখা যায়। সেখানকার ড্রেনটিও ছোট হওয়ায় পানি নিস্কাসন না হওয়ার ফলে এমন কাঁদার সৃষ্টি হয় বেশি করে। এতে করে সামান্য বৃষ্টিতেই এই সড়কটিও চলাচলের অনুপযোগী হয়ে পরে। তাই সরকারপাড়াবাসীর ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে সড়কটি।
শহীদ মোহাম্মদ আলী সড়কের ফল ব্যবসায়ি নুরন্নবী বলেন, সড়কটির এই অংশটুকু চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। সামান্য বৃষ্টির পানিতেই এখানে পানি জমে থাকায় তা কয়েকদিন ধরে জমে থাকে। মাঝে মধ্যেই রিক্সা-অটোরিক্সা দুর্ঘটনার স্বীকার হতে দেখা যায়।
পথচারী আব্দুর রাজ্জাক বলেন, কয়েকদিন আগে এখানে পানি জমে থাকায় খালের গভিরতা বুঝতে না পেরে পারাপারের সময় সামনের চাকা খালে ঢুকে আটকে গেলে আমি পরে যাই। আশপাশের দোকানদারেরা এসে আমাকে ও মটরসাইকেলটিকে উঠান। মাঝে মধ্যেই সেখানে দুর্ঘটনা ঘটে বলে জেনেছি।
ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র সুদাম সরকার জানান, বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষ জেনেছে, শীঘ্রই যাচাই বাছাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও সরকারপাড়া মহল্লার ওই সড়কটি সংস্কার বা নতুন করে যাতে হয় সেজন্য ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হাঁস ধরার প্রতিযোগিতা

এফপিএবি’র আয়োজনে কোভিড-১৯ পরিক্ষা ও দ্রুত চিকিৎসা বিষয়ক আরএইচপিদের প্রশিক্ষণ

সাপাহার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

ছিড়ে ফেলা হলো গাছের আমটি । গাছের মালিকের কান্না

ঠাকুরগাঁওয়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১২০টি প্রকল্পের মাধ্যমে ৭৭ লাখ ৯ হাজার ৫শ টাকার চেক বিতরণ

বৈকালী’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনে স্বরূপ বকসী বাচ্চু

ভারতে এইচএমপি ভাইরাস শনাক্ত, হিলি স্থলবন্দরে নেই সতর্কতা

দিনাজপুরের আল মদিনা বীজ ভান্ডারের প্রতারণায় আলু চাষে কোটি টাকা লোকশান করে পথে বসেছে বোচাগঞ্জের ২০জন শিক্ষিত যুবক

হরিপুরে এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী পালিত