দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)-দিনাজপুর শাখার আয়োজনে ঈঙঠওউ-১৯ ঞবংঃ ধহফ ঞৎবধঃ অফাড়পধপু রহ খগওঈং প্রকল্পের আওতায় এফপিএবি’র এ্যাডভোকেট এম, ফয়জুর রহমান মিলনায়তনে প্রজনন স্বাস্থ্য প্রবর্তক (আরএইচপি) এর অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে কোভিড-১৯ পরিক্ষা এবং কমিউনিটিতে প্রাথমিক চিকিৎসার সঠিক প্রচার বিষয়ে প্রশিক্ষন।
মঙ্গলবার সকাল ৯টায় এফপিএবি-দিনাজপুর শাখার এ্যামেরিটাস সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে কোভিড-১৯ পরিক্ষা এবং কমিউনিটিতে প্রাথমিক চিকিৎসার সঠিক প্রচার বিষয়ে প্রশিক্ষন এর কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ প্রশিক্ষণের শুভ উদ্বোধনের ঘোষণা করেন এফপিএবি-দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু।
কোভিড-১৯ এবং এফপিএবি’র কার্যক্রমের উপর গঠনমূলক বক্তব্য রাখেন এফপিএবি-দিনাজপুর শাখার জেলা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম ও সহকারী জেলা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
এছাড়াও কোভিড-১৯ কার্যক্রম এর উপর প্রজেক্টরের মাধ্যমে বিশদভাবে আলোচনা করেন এফপিএবি-দিনাজপুর শাখার মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আলমগীর হোসেন ।
প্রজনন স্বাস্থ্য প্রবর্তক (আরএইচপি) হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, সেলিনা আক্তার, শাহানাজ বেগম, লাবনী আক্তার, জেবুন নেহার, সানজিদা আক্তার, জেনিয়া আক্তার, সোনিয়া রহমান, রেশমা বেগম, কল্পনা রানী, লিপি রানী রায়, কল্পনা মার্ডী, আরজুমান আরা, রহিমা খাতুন, শেফালী বেগম, রুকসানা পারভীন, ভারতী, নাজমা বেগম, রেজিনা আক্তার, মোছা. আছিয়া বেগম, সাবিনা ইয়াসমিন, নাসরিন আক্তার, মাহবুবা বেগম, মনসুরা বেগম, সুফিয়া বেগম, জান্নাত উল রশনী, বিলকিস আক্তার, আসমা খাতুন, মোছা. রুমি বেগম, শেলিনা বেগম ও লায়লা আরজুমান প্রমূখ।