মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পৃথক পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৭, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী ও বোদা উপজেলায় পৃথক পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে এ ঘটনা দুটি ঘটে।
এদিন জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর রসেয়া পাড়া এলাকায় ইজিবাইকের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে গিয়ে চন্দ্রশেখর বর্মন (২৮) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। নিহত চন্দ্রশেখর ওই এলাকার দিরেন্দ্রনাথ বর্মনের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে আলোয়াখোয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ কুমার রায় জানান, চন্দ্রশেখর শনিবার রাতে তার ব্যাটারী চালিত ইজিবাইকটি চার্জে দিয়ে ঘুমাতে যান। পরে রোববার সকালে ইজিবাইকটি বিদ্যুৎ সংযোগ হতে বিছিন্ন করতে গিয়ে চার্জারে হাত লেগে বিদ্যুৎ স্পৃষ্টের শিকার হন তিনি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যাক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটোয়ারী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এদিকে রোববার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের সহিমন পাড়া এলাকায় পুকুরের পানিতে পড়ে এক ভারসম্যহীন শাহনাজ পারভীন মুক্তি (৫০) নামে নারীর মৃত্যু হয়েছে। নিহত শাহনাজ ওই এলাকার তবিবর রহমানের স্ত্রী।
বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, শাহনাজ নামের ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসম্যহীন ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। রোববার সকালে শাহনাজ বাড়ি থেকে বের হন। পরে বাড়ির পাশের পুকুরের পাড় দিয়ে হাটার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যান তিনি। পরে স্থানীয় কয়েকজন শাহনাজের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের সদসদের খবর দেন। তারা এসে শাহনাজের মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরৎহাল করেছি। পরে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চেীধুরী পুকুরের পানিতে পড়ে এক ভারসম্যহীন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট হাতে এলে বিস্তারিত বলা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত

ঠাকুরগাঁও –২ আসনে নৌকার মাঝি হতে চান আহসান উল্লাহ ফিলিপ ,

চিরিরবন্দরে বিজ্ঞান মেলা উদ্বোধন

আটোয়ারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা

পীরগঞ্জে লকডাউন নির্দেশনা অমান্য করায় ৭ব্যক্তি কে ভ্রাম্যমান আদালতের জরিমানা

হাকিমপুরে চার হোটেল মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ফিল্মী স্টাইলে কার থেকে নেমে প্রতিপক্ষের ঘরে দিলো আগুন; বাবা সহ ২ ছেলে আটক

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে দাবালীগ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের জমি অবৈধভাবে লিজ-সরকার রাজস্ব হারাচ্ছে

বীরগঞ্জে প্রতিবন্ধী, ভিক্ষুকদের মাঝে হুইল চেয়ার, নগদ অর্থ ও দোকান প্রদান