বীরগঞ্জ, দিনাজপুর বিকাশ ঘোষ॥কুচকুচ অন্ধকার। রাতের গ্রামীণ মেঠোপথ মানেই সাধারণ পথযাত্রীদের ভয়ে ভয়ে চলাফেরা করা। সন্ধ্যা নামলেই গ্রামের রাস্তাগুলো অন্ধকারাচ্ছন্ন। বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের মেঠোপথ গুলো সন্ধ্যার পরেই অন্ধকার ছেয়ে পড়তো। আর এখন সেই রাস্তাঘাটগুলো আলোর রশ্মিতে আলোকিত হয়ে উঠেছে। সন্ধ্যার পরেই স্ট্রিট লাইটপোস্টের বাতিগুলো জলে উঠায় উপজেলার বিভিন্ন সড়ক ও গ্রামের মেঠোপথগুলো শহরী রাস্তায় পরিণত হয়েছে।প্রত্যন্ত গ্রামের মেঠোপথগুলোও আলোয় আলোকিত হয়ে উঠেছে। দিনাজপুর -১( বীরগঞ্জ – কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের উদ্যোগে বীরগঞ্জ উপজেলার গ্রামীণ জনপদের সড়ক, মেঠোপথগুলোতে ষ্ট্রীট লাইট বসানোয় বীরগঞ্জ উপজেলার সর্বময় হয়ে উঠেছে আলোকিত। মাননীয় প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার অঙ্গীকারে এখন গ্রামীণ সড়কগুলোকে সৌর বিদ্যুৎতের আলোয় আলোকিত করছে। জানা গেছে – উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভার গুরুত্বপূর্ণ স্থান, মসজিদ,মন্দির, রাস্তাসহ প্রত্যন্ত গ্রামের মেঠোপথগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরে সৌর বিদ্যুৎসহ ৩শ ৩০টি ষ্ট্রীট লাইট বসানো হয়েছে। এসব ষ্ট্রীট লাইটের আলোয় আলোকিত হয়ে উঠেছে গ্রামীণ রাস্তাঘাট যার সুফল পাচ্ছেন সমগ্র বীরগঞ্জ উপজেলাবাসী। উপজেলার ১৮৭টি গ্রামে রাত হলেই রাস্তাগুলোতে জ্বলে উঠছে বাতির আলো। বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় জানান, উপজেলার সকল ইউনিয়নের প্রত্যন্ত এলাকার রাস্তায় ষ্ট্রীট লাইট বসানোয় সাধারণ পথযাত্রীরা নির্ভিঘ্নে চলাচল করতে পারছে।তবে রাস্তাগুলোয় আরও বেশি করে ষ্ট্রীট লাইট বসানো হলে ভাল হতো। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউলাহ জানান, উপজেলার প্রতিটি রাস্তায় ষ্ট্রীট লাইট বসানোর কাজ চলছে। গত ২০১৯-২০২০ অর্থবছরে টি আর কাবিখা প্রকল্পের আওতায় ৩০২ টি ষ্ট্রীট সোলার ও ২০৪টি হোম সোলার বসানো হয়েছে এবং ষ্ট্রীট লাইট বসানোর কাজটি চলমান থাকবে। এব্যাপারে দিনাজপুর-১( বীরগঞ্জ – কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছি মাত্র। তারই ফলশ্রুতিতে আমার নির্বাচনী এলাকা বীরগঞ্জ – কাহারোল উপজেলার গ্রামীণ সড়কগুলোকে সৌর বিদ্যুৎতের আলোয় আলোকিত করা হয়েছে যাতে করে সাধারণ মানুষ রাতে নির্ভিঘ্নে চলাচল করতে পারে। শুধু রাস্তাই নয় মসজিদ,মাদ্রাসা,মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, এমনকি ছোট ছোট বাজারেও বসানো হয়েছে স্ট্রিট লাইট। এছাড়া বিদ্যুৎ ব্যবহারে বর্তমান সরকারের সোলার স্থাপন প্রকল্পটি একটি যুগান্তকারী পদক্ষেপ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে মানুষের পাশাপাশি পরিবেশও উপকৃত হচ্ছে। সৌর বিদ্যুৎ শুধু পরিবেশ বান্ধব তাই নয়, এটি সাশ্রয়ী ও নিরাপদ। এছাড়া সরকারি সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌছে দেয়াই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।