বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষক নিয়োগ শুন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বৃদ্ধি করে নিয়োগ দাবীতে দিনাজপুরে মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৩, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারি শিক্ষক এর শূণ্য পদে এবং জাতীয়করণকৃত সরাকরি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪এর আওয়তায় প্রাক-প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট শুন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বৃদ্ধি করে সহকারি শিক্ষক নিয়োগের দাবীতে মানববন্ধন করেছে দিনাজপুরের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর চাকুরী প্রত্যাসীবৃন্দ।
গতকাল বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এাই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগে করোনার কারণে নিয়োগ বন্ধ থাকায় বিপুল সংখ্যক চাকুরী প্রত্যাশীদের অনেকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং চাকুরী না থাকায় সরকারি চাকুরির বয়স ও মনোবল হারাতে বসেছে। করোনা পরিস্থিতির কারণে এ নিয়োগ নিয়ে সৃষ্ট বিভিন্ন জটিলতা সমাধান ও ২০২০ নিয়োগে সর্বোচ্চ সংখ্যক পদ বৃদ্ধি করে দ্রæত ফলাফল প্রদানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবী জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন চাকুরী প্রত্যাশীদের মধ্যে উজ্জল রায়, আসাদুজ্জামান, অরুন রায়, আবু বকর সিদ্দিক প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও