রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল
উপজেলার কাতিহার বাজারে মোবাইল সার্ভিসিং দোকান মালিক কে
পাওনা টাকা চাওয়ার জেরে অপহরনের চেষ্ঠা। থানায় ভ’দেব সহ ৪ জনের
বিরুদ্ধে অভিযোগ।
অভিযোগ সূত্রে জানাযায়, পীরগঞ্জ উপজেলার কুশারিগাঁও গ্রামের
আব্দুস সালামের পুত্র মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী মোকলেসুর রহমান
স্থানীয় রাজোর গ্রামের ভ’দেবের নিকট ৫০ হাজার টাকা পাওনা পায়।
পাওনা টাকা চাওয়ায় উল্টো ভ’দেব মকলেসুরকে গত ১০ সেপ্টেম্বর
ঢুবাহার পুকুর পারে নিয়ে গিয়ে অপহরণের চেষ্ঠা চালায় এবং তাকে
মারপিট করে। আহত অবস্থায় স্থানীয় লোকজন মোকলেসুর রহমান কে
পীরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
এব্যপারে মোকলেসুর রহমান বাদী হয়ে ভূদেব সহ ৪জনকে অভিযুক্ত করে
থানায় একটি অভিযোগ দাখিল করে। অভিযোগ পেয়ে থানা পুলিশ
গতকাল শনিবার তদন্তকরেন।
এপ্রসঙ্গে তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল বলেন, বিষয়টি তদন্ত
করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।