সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ে ব্রিফিং, বীজসহ উপকরণ বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৪, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ণ


আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ে কৃষকদের ব্রিফিং দেওয়া হয়েছে। ব্রিফিং শেষে পেঁয়াজ বীজ সহ বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার ( ১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৭০ জন প্রান্তিক কৃষককে এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে করণীয় বিষয়ে ব্রিফিং দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ী পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন। এন-৫৩ পেঁয়াজ চাষীদের করণীয় ভিডিও চিত্র প্রদর্শন সহ উপস্থাপনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের অতিরিক্ত উপ-পরিচালক সুবোধ চন্দ্র রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং কৃষকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ । এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সহ উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ। ব্রিফিং শেষে উপজেলা কৃষি অফিস চত্বরে তালিকাভুক্ত ৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে এন-৫৩ পেঁয়াজ বীজ সহ উপকরণসমুহ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ বলেন, ২০২৪ -২৫ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭০জন প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে বিনামূল্যে পৃথক পৃথকভাবে এক কেজি এন-৫৩ পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি সার , ২০ কেজি এমওপি সার, ৫০ কেজি ডলোচুন বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেককে বালাই নাশক বাবদ বিকাশ নম্বরে ৩৫৫/- টাকা প্রদান করা হচ্ছে।
উপ পরিচালক আব্দুল মতিন বলেন, এ জাতের পেঁয়াজ আবাদে আশানুরূপ সাফল্য আর্জন করতে উপ সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষনিক মাঠ পর্যবেক্ষণ ও পরামর্শের পাশাপাশি কৃষি কর্মকর্তারাও এ কাজে কৃষকদের সহায়তা করবেন। আবহাওয়া অনুকুলে থাকলে গ্রীষ্মকালীন পেঁয়াজের বাম্পার ফলন আশা করেন তিনি। দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও প্রনোদনার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, মাঠ পর্যায়ের তদারকি ও কৃষকদের প্রচেষ্টায় নিশ্চয়ই পেঁয়াজ চাষে সফলতা আসবে। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সকল কৃষকেরা আগ্রহী হয়ে উঠলে দেশীয় উৎপাদন বৃদ্ধি পাবে এবং পেঁয়াজ আমদানির প্রয়োজনীয়তা কমে দেশ স্বনির্ভর হয়ে উঠবে বলে অভিমত প্রকাশ করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে টাকা নিয়ে পাললো চোরেরা – চলছে তদন্ত

ঠাকুরগাঁওয়ে বন্ধকের টাকা ফেরত না দিয়ে জমি দখলের অভিযোগে মারপিট – মামলা দায়ের !

দিনাজপুরে ফিজিয়িান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় দুটি ফামের্সিকে জরিমানা

সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার বিষয়ক সভা

হরিপুরে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা আটক-৭

‘সিত্রাং’ জলোচ্ছ¡াস ও ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দক্ষিণাঞ্চলে ১৫জন মানুষের মৃত্যুতে সমবেদনা জানিয়ে দিনাজপুর নাট্য সমিতি’র আনন্দ শোভাযাত্রা বাতিল

ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের হ্যাটট্রিক সিরিজ জয়

পঞ্চগড়ে দেশের প্রথম ভূমি কর্পোরেট সেবা চালু সেবা গ্রহীতাদের ভোগান্তি লাগবে এক কক্ষেই সব কর্মকর্তা দ্রুতই সেবা পাবে গ্রহীতারা

তেঁতুলিয়ায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যান নছিমন-করিমন