প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঐতিহ্যবাহী হাঁস ধরা খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পীরগঞ্জ উপজেলার ৩ নং খনগাঁও ইউনিয়নের জসাই পাড়া এলাকায় দিন ব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলার আয়োজন করে নবজাগরণ সমবায় সমিতি।
খেলায় প্রায় ২০ জনের মতো যুবক অংশ নেন আর শত শত মানুষ পুকুর পাড়ে দাঁড়িয়ে তা উপভোগ করেন।
খেলাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ৩ নং খনগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদ হোসেন।
এ সময় ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি সাহেব আলী, সাবেক সভাপতি আলী হোসেন, ছাত্রনেতা নয়ন আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।