বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৫৫) নামের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।
জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা -পঞ্চগড় মহাসড়কের সুজালপুর ইউনিয়নের প্রাণ কোম্পানীর ডিপু’র পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের চকপাতলা গ্রামের মৃত ছবির উদ্দিন ডিলারের ছেলে ও চৌপুকুরিয়া আদিবাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রবিউল ইসলাম সহ তার স্ত্রী চৌপুকুরিয়া আদিবাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেন্সি বেগম (৪৭) ও ছেলে সংগ্রাম (১৮) বীরগঞ্জ পৌরশহর থেকে তার নিজ বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রধান শিক্ষক রবিউল ইসলাম ঘটনাস্থলে মারা যান ও স্ত্রী ফেন্সি বেগম আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেন্সি বেগমকে বাড়িতে নেওয়া হয়।
পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার যোহরের নামাজের পর চৌপুকুরিয়া আদিবাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের জানাযায় নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।