বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে সুন্দরী হাটগাছ বামনপুকুর হরিবাসর নাট মন্দিরের শুভ ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ বামনপুকুর হরিবাসর কমিটির আয়োজনে ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (পিআরএল) শরৎ চন্দ্র রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্রনাথ গোবিন্দ, মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল। এসময় বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পিযুষ, দিনাজপুর রাজ দেবোত্তর ষ্ট্রাস্ট পরিচালনা কমিটির সদস্য বিমল চন্দ্র দাস, বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি গির্জা দাস, বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ উপজেলা শাখার সভাপতি কার্তিক ব্যানার্জী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।