বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, পঞ্চগড়ে বোদায় বিদ্যুৎ চালিত সেচ পাম্পে সুইচ দিতে বিদ্যুৎস্পৃষ্টে শেফালী রানী(৪৫)নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শেফালী রাণী উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের বামনহাট গ্রামের হেমন্ত কুমার রায়ের স্ত্রী। স্থানিয় সুত্রে জানা গেছে, শেফালী রাণী সবজি ক্ষেতে পানি দিকে বাড়ির পাশে বিদ্যুৎ চালিত সেচ পাম্পে সুইচ দিতে বিদ্যুৎ পৃষ্ট হয়। পরিবারের সদস্য তাকে সেখান থেকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনলে সেখানকার কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপর দিকে একই দিন বিকালে জেলার বোদা উপজেলার সাকোয়ায় বিষ পানে হাবিবা (১৭) নামের এক কিশোরী মারা গেছে। সে ওই ইউনিয়নের গোবিন্দগুরু এলাকার হাসান আলীর মেয়ে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় দুইজনের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।