পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামুলে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সৈয়দপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও শুদ্ধ জন্মনিবন্ধন কর্মসূচী উদ্বোধনী সভায় ১৫ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়। এলজিএসপি প্রকল্পের আওতায় এসব বাই সাইকেল ক্রয় করে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান একরামুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মখলেসুর রহমান, বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম নারায়ন রায়, ইউপি সচিব তাপস কুমার সরকার প্রমুখ।