বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বীরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১১, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: “আমার অধিকারই আমার ভবিষ্যৎ, চাই এবং দরিদ্র-ভূমিহীন জনমানুষের মানবাধিকার নিশ্চিতকরণে জন-কেন্দ্রিক গণতান্ত্রিক কাঠামে ও রাষ্ট্রীয় সংস্কার আমাদের অঙ্গীকার- ঘরে ঘরে মানবাধিকার” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বীরগঞ্জের কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ), ইএসডিও থ্রাইড প্রকল্পের যৌথ আয়োজনে ও হেকস/ইপার সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালী বীরগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ উপজেলা কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ রায়ের সভাপতিত্বে ও ইএসডিও থ্রাইড প্রকল্পের প্রজেক্ট অফিসার অরুন চন্দ্র শীলের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, সিডিএ এর গ্রাম সহায়ক মো: আমিনুল ইসলাম, সর্বেশ্ব চন্দ্র রায়,
মনিটরিং অফিসার মোঃ রফিকুল ইসলাম। এসময় সিডিএ এর গ্রাম সহায়ক মৌফিল আরা, উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান বিনয় চন্দ্র রায়, নরেন চন্দ্র দাস,ইএসডিও এর মোরশেদ, সুজন,মাহবুব, মমতাজ আলী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আমাদের সমাজ কাঠামো আগে ঠিক করতে হবে। আমাদের সমাজ কাঠামো ঠিক করার সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। বিশ্বে নিরাপত্তাহীনতা, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও গুমের মত ঘটনার কারণে আজ মানবাধিকার যে সাফল্য অর্জন করেছে তা ম্লান হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেককে এই বিষয়ে সচেতন ও সোচ্চার হওয়ার উচিত। উল্লেখ্য ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আইন-শৃংখলা কমটিরি সভা অনুষ্ঠতি

সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ বাড়লো লাখ টাকা

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

এমবিএসকে’র প্রশিক্ষণের উদ্বোধনকালে সুলতানা রাজিয়া পুরুষের পাশাপাশি নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ

এমবিএসকে’র প্রশিক্ষণের উদ্বোধনকালে সুলতানা রাজিয়া পুরুষের পাশাপাশি নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ

পীরগঞ্জে শহীদদের স্মরণে নারিকেল গাছের চারা রোপন

পীরগঞ্জে ব্যানবেইস ভবন নির্মানে ব্যাপক অনিয়ম কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন

দিনাজপুরে চেয়ারম্যান পদে ১৩ জনসহ  ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

দিনাজপুরে চেয়ারম্যান পদে ১৩ জনসহ ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

বীরগঞ্জে মাই প্রমিস ডে পালিত

সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মরহুম আমজাদ হোসেনের মৃত্যু বার্ষিকী পালিত

২৭ আগষ্ট সংবাদপত্র কালো দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসকা¬বের নানা কর্মসুচী পালন