মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের অল্প সময়ে শনাক্ত করতে যাদুরাণী হাটে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপন করা হয়েছে।
২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পাভেল তালুকদারের সভাপত্বিতে পুরো এলাকায় আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা স্থাপনের পরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম
উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল বলেন, অপরাধ নিয়ন্ত্রণে তথ্য প্রযুক্তির সুবিধার মধ্যে সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা পরীক্ষিত। উপজেলা প্রশাসন স্থানীয় ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে হাট ও বাজারগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে। তাতে স্বতঃস্ফূর্ত সহযোগিতাও মিলছে। উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ হাট ও বাজারগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হলে জনবহুল এসব হাট-বাজারে অপরাধ কর্মকাণ্ড অনেক কমে যাবে বলে তিনি মনে করেন।
তিনি জানান, সিসি ক্যামেরা স্থাপনের ফলে বিশাল এই হাটের পুরোটাই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকবে। ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছতে পারবে। অনেক সময় সঠিক প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। এখন প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আর বেগ পেতে হবে না। যাদুরাণী বাজারে ১২টি ক্যামেরা দিয়ে এ বাজার নিয়ন্ত্রিত হবে বলেও তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ভূমি সহকারি কর্মকর্তা রাকিবুজ্জামান,৩ নং নং বকুয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বর্ষা,২ নং আমগাঁও ইউপি সদস্য হাবিবুর রহমান প্রমুখ৷