শুক্রবার , ১৬ জুন ২০২৩ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে শিক্ষা এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা–হাবিপ্রবি ভিসি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১৬, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ণ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ, বিজ্ঞান ও সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের সহযোগী অধ্যাপক ও অধ্যাপকবৃন্দের জন্য “স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ফর দ্যা টিসার্স অব এইসএসটিইউ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ, সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান। রিসোর্স পার্সন ছিলেন আই.ইউ.বি.এ.টি এর আইকিউএসি’র ডিরেক্টর ও স্ট্যাটিস্টিকস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. খোন্দকার সাইফ উদ্দিন।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, ১৯৯৯সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে হাবিপ্রবির যাত্রা শুরু হয় ম‚লত কৃষির উপর গুরুত্ব দিয়েই। যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির অন্য শাখাগুলোর উপরও যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়। তিনি বলেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন, এর ম‚ল লক্ষ্য হল উক্ত জেলার সারাউন্ডিংসের উপর গুরুত্ব প্রদান করা। প্রতিটি বিশ্ববিদ্যালয় যদি সেই এলাকার সারাউন্ডিংস কে ফোকাস করে, তাহলে সারা দেশকে ফোকাস করা হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে শিক্ষা এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা এবং সেই জ্ঞান বিতরণ করতে হবে। জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে গবেষণার কোন বিকল্প নেই। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষকতার পাশাপাশি অন্যতম প্রধান কাজ হলো গবেষণা। যেকোন গবেষণা প্রবন্ধ তৈরি করার ক্ষেত্রে রিসার্চ ম্যাথড খুবই গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করে থাকে। এক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর ভ‚মিকা অপরিসীম। আমি আশা করি আজকের এই প্রশিক্ষণ থেকে আপনারা গুরুত্বপ‚র্ণ কিছু বিষয় জানতে পারবেন। পরিশেষে তিনি এ ধরণের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মানব কল্যাণ পরিষদ, এম কে পি আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত।।

রাণীশংকৈল হাসপাতালে জামাইয়ের লাশ ফেলে পালালেন শুশুরবাড়ির লোকজন..

সেনাবাহিনীর হাতে সু চিসহ মিয়ানমারের প্রেসিডেন্ট আটক

বীরগঞ্জে মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণ একটি মরা গাছ নিয়ে জনসাধারণের ভোগান্তি

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হলেও চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবায় ভোগান্তি

হরিপুরে পলাতক ৪ আসামি গ্রেফতারk

পীরগঞ্জে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন।। বিস্তারিত- – –

পীরগঞ্জে হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জে ১মাদকাসক্তের ৩ মাসের জেল

চিরিরবন্দরে মামলা থেকে বাঁচতে অভিনব কান্ড!