ঠাকুরগাঁও প্রতিনিধি: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উলক্ষে ঠাকুরগাঁও জেলা মহিলা লীগ কেক কেটে দিনের কর্মসুচি শুরু করে। এরপর আলোচনা সাভায় বক্তারা বলেন, অনেক প্রভাবশালী দেশও করোনায় নিজেদের অর্থনীতির চাকা ঠিক রাখতে পারেনি। শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী ভূমিকায় করোনা মহামারীর মধ্যে দেশের অর্থনীতির চাকা সচল আছে।
বক্তব্যে দেন জেলা মহিলালীগের সভাপতি দৌপদী দেবী আগরওয়ালা , সাধারণ সম্পাদক মনোয়ারা চৌধুরী, উপজেলা মহিলা’লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন রিপা প্রমুখ।
পরে প্রধানমন্ত্রীকে নিয়ে রচিত গানপরিবেশন করে মহিলা আ’লীগের নেতাকর্মীরা। এর আগে র্যালি বের করে শহর প্রদক্ষিণ করে।
এদিকে উত্তর বোচাপুকুর নিয়তপীর দারুল উলুম কাউমি মাদ্রায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ব্কব্যদেন-সদর উপজেলার নারগুন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেরেকুল ইসলাম, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক এসএম দুলাল সরকার, হোসেন আলী, মাসুদ রানা, মোতালেব শেখসহ অনেকে।
পরে এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।