“সোনার বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরে বর্নাঢ্য র্যালী, কেককাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় দিনাজপুর শহরের নিমতলা বাজুস কার্যালয় সামনে থেকে বর্নাঢ্য র্যালি বের হয়ে মালদহপট্টি, গনেশতলা, মুন্সিপাড়াসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুয়েলারি সমিতি কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালী শেষে উক্ত সংগঠন কার্যালয়ে বাজুসের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় জুয়েলারী ব্যবসায়ীরা কেক কাটেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাজুস দিনাজপুর জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মকলেসুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন সুমন বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বাজুস দিনাজপুর সভাপতি মোফাজ্জল হোসেন বলেন,সংগঠনকে শক্তিশালী করতে হলে সকল জুয়েলারী ব্যবসায়ীদের সহযোগীতার প্রয়োজন। ১৯৬৬সালে এই সংগঠনের যাত্রা শুরু হয়। কিন্তু আগের যে কোন সময়ের চেয়ে অনেক এগিয়ে এখন। সারাদেশব্যাপী আজ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে। সংগঠনকে শক্তিশালী করতে গেলে সকল জুয়েলারী ব্যবসায়ীকে এগিয়ে আসতে হবে।বাজুস কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর দেশের জুয়েলারি ব্যবসায়ীদের সম্মান বৃদ্ধির পাশাপাশি সারাদেশের ৪০হাজার জুয়েলারি ব্যবসায়ীকে এক করেছেন। আগামীতে সবাই আমরা একসাথে এগিয়ে নিবো। নিয়ম অনুযায়ী ব্যবসা করবো এবং সংগঠনকে শক্তিশালী করবো।
দিনাজপুর ছাড়াও জেলার পার্বতীপুর, ফুলবাড়ী, হাকিমপুরসহ কয়েক উপজেলাতেও নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।