পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন এর আয়োজন করে উপজেলা প্রসাশন। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, এসিল্যান্ড তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আক্তারুল ইসলাম সহ উপজেলা প্রসাশনের সকল কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ ষ্কাউট,ক্রীড়া সংস্থা ও সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ৩শতাধীক মানুষের অংশগ্রহণে উপজেলা চত্বর থেকে শুরু হওয়া ডিজিটাল ম্যারাথনটি প্রধান সড়কের প্রায় ৫ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।