মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম অভিযোগ উঠেছে। বড়ধাম থেকে ঢোলার হাট ইউনিয়ন পরিষদ তিন কিলোমিটার পাকা রাস্তার কাজে নিম্ন মানের পরিলক্ষিত হয়েছে। এলাকাবাসি অভিযোগ করে বলেছে যে রাস্তার কাজ সঠিক ভাবে করা হচ্ছে না।
রাস্তার কাজের মধ্যে অনেক ফাকিবাজির রয়েছে, যার মধ্যে নামে মাত্র বিটুমিন ও নিন্মমানের সামগ্রী ব্যবহার করে কাজ চলছে। অত্র এলাকাবাসী ও ঢোলাহাটের মানুষ জন অভিযোগ করে বলেছে এই রাস্তার কাজ ভালো ভাবে করা হচ্ছে না। এলাকাবাসী যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। যাতে সঠিক নিয়মে রাস্তার কাজ সম্পূর্ণ হয়। ভালো ভাবে রাস্তার কাজ না হওয়ায় এলাকার মানুষ ক্ষোব প্রকাশ করেছে। এই ভাবে কাজ করে লাভ কি এই বর্ষায় রাস্তা নষ্ট হয়ে যাবে বলে অনেকে আশংখা প্রকাশ করেছে। কয়েকজন গাড়ি চালক বলেছে রাস্তা দুই ধারে মাঝের মধ্য স্থান থেকে সাইটে প্রায় ৮ ইঞ্চি মতো খাল রাখা হয়েছে। যাতে দুইটি গাড়ি পাশাপাশি পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং আমাদের গাড়ি চালাতে অসুবিধা হবে। লোডট্রাক চলার সময় রাস্তায় সমান ভাবে রাস্তার উপর ওজন পড়বে না এতে রাস্তা ডেবে যাবে এবং ফেটে যাবে। উক্ত পাকা রাস্তায় বিটুমিন ও পাথর সঠিক ভাবে দেওয়া হচ্ছে না ও মিশ্রন দায়সারা করছে। পিচ পাথর দেওয়া হয়ছে শুধু ২/৩ ইঞ্চির মতো বিটুমিন ও পাথর ঠিক মত হিট করানো হচ্ছে না যার ফলে কিছুদিন পরে দোলা বেধে উঠে যাবে বলে অনেকে মনে করছেন। উক্ত রাস্তার কাজের ঠিকাদার রামবাবু বিষয়টি কোন মত দায়সারা ভাবে শেষ করার জন্য তাড়াহুড়া করছে। তাই এলাকাবাসি ঠাকুরগাঁও জেলা প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে রাস্তার কাজটি সঠিক নিয়মনুযায়ী সমাপ্ত করে।