রবিবার , ১৫ নভেম্বর ২০২০ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৫, ২০২০ ৬:২৪ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ¯’ানীয় রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন নেতাকর্মীরা। মেয়র এবং কাউন্সিলর পদে অনেকেই সম্ভাব্য প্রার্থী হতে প্রস্তুতি নিয়ে শুর“ করেছেন পৌর এলাকায় গণসংযোগ। অন্যদিকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে তাদের সমর্থকরা প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও বীরগঞ্জে বইছে নির্বাচনী হাওয়া। ইতোমধ্যে আওয়ামী লীগ -বিএনপি-জামায়তসহ বিভিন্ন রাজনৈতিক দলের মেয়র, সাধারণ এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপ্রত্যাশীরা মাঠে নেমেছেন। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দলীয় কর্মসূচিতে যোগাযোগসহ পাড়া-মহল­ায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করছেন। পাশাপাশি মোটরসাইকেল শোডাউন এবং নিজেদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে তাদের সমর্থকরা শহরে ব্যানার, বিলবোর্ড ও পোষ্টার সাঁটিয়েছেন। প্রার্থীদের পক্ষে ফেসবুকেও চালানো হ”েছ প্রচারণা। সকলের মুখে মুখে শুনা যা”েছ, এ মাসের মধ্যে অথবা ডিসেম্বরে পৌর নির্বাচনের তফশিল ঘোষণা এবং ডিসেম্বর -জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন হতে পারে। ইতোমধ্যে ¯’ানীয় নেতাকর্মীদের সমর্থন পেয়ে ঘরোয়া বৈঠকসহ সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছেন আওয়ামী লীগ, বিএনপি, জামায়েতের মনোনয়ন প্রত্যাশীরা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পৌর আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল সালাম সরকার, বিএনপির প্রার্থী পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মোকারম হোসেন (পলাশ), জামায়াত প্রার্থী সাবেক পৌর মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন। এদিকে, পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচন করতে সম্ভাব্য প্রার্থীরা তাদের ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ শুর“ করেছেন। পাশাপাশি সাবেক কাউন্সিলর ও অন্যান্য নতুন মুখও রয়েছেন। ঐসব প্রার্থী আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য দলরে সমর্থন পেতে জোর তৎপরতা চালিয়ে যা”েছন। বর্তমান মেয়র মোশারফ হোসেন বলেছেন, দলের মনোনয়ন পেতে চেষ্টা করছি। তাছাড়া পৌরবাসী আমার সাথে রয়েছেন। তাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন করবো। সাবেক মেয়র মাওলানা হানিফ বলেছেন, ইনশাল­াহ আমি পৌরসভা নির্বাচনে অংশগ্রহন করবো। ইতিপূর্বে কিছু বিছিন্ন ঘটনায় আমি মর্মাহত পৌর মেয়র থাকাকালীন সময়ে পৌরবাসীর সমস্যা সমাধানে সর্বাত্মকভাবে নিজেকে নিয়োজিত রেখে ব্যাপক উন্নয়ন করেছি। এবার পৌরবাসী আমাকেই বেছে নেবেন বলে বিশ্বাস রাখি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে ভোটারগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ শামীম ফিরোজ আলম বলেন,দলের সিদ্ধান্তের বাইরে যাবার স্পর্ধা আমার নেই। দলীয় মনোনায়ন পেলে নির্বাচনে অংশ নিবো এবং আমার দীর্ঘ বিশ্বাস আমি আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা মার্কা পেলে নির্বাচনে জয়ী হয়ে বীরগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় নারী দিবসে সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল

বালিয়াডাঙ্গীতে ইজাব রাবেয়া মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের ৩৩৭জন দুস্থ’র মাঝে ঈদ উপহার বিতরণ…

হরিপুরে সরকারি জমি দখলের প্রতিযোগিতা প্রশাসন নিরব

সেলুন দোকান শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় কমরেড হবিবর রহমান

তিনদিনের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে লেবু ও খিরা

জীবন যুদ্ধের লড়াইয়ে ভুমিহীন ও গৃহহীনদের মর্যাদার ঠিকানা করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে দুটি গুচ্ছগ্রামের ষোল লক্ষ টাকা ঋণ বিতরণ

পীরগঞ্জে মহিলা মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

আটোয়ারী আলোয়াখোয়া রাশমেলা-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত