শনিবার , ৬ নভেম্বর ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন: বালিয়াডাঙ্গীতে দুজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৬, ২০২১ ৩:৫৯ অপরাহ্ণ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)থেকে:

তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ যাচাই-বাছাই কার্যক্রম চলে। এতে দুই স্বতন্ত্র চেয়ারম্যান পদের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিরা হলেন দুওসুও ইউপির মোহাম্মদ উল্লাহ রায়হান ও বড় পলাশবাড়ী ইউপির বাবুল আকতার।
এ বিষয়ে দুওসুও ইউপির রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান জানান, দুওসুও ইউপির ১২ জন চেয়ারম্যান পদের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাইবাছাই শেষে সরকারি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকায় মোহাম্মদ উল্লাহ রায়হান নামে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে মনোনয়নপত্রে ৫ লাখ টাকার বেশি নির্বাচনী ব্যয় দেখানোর কারণে বাবুল আকতার নামের অপর স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দুওসুও ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদের প্রার্থী মোহাম্মদ উল্লাহ রায়হান বলেন, ‘যাচাইবাছাইয়ে আমাকে আত্মসমর্পণের সুযোগ না দিয়ে মনোনয়ন বাতিল করে রায় দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আমি রায়ের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ঠাকুরগাঁও জেলা নির্বাচন বরাবরে আপিল করেছি। সেখানেও মনোনয়ন ফিরে না পেলে উচ্চ আদালতের শরণাপন্ন হব। আমি আশাবাদী মনোনয়ন ফিরে পাব এবং নির্বাচনে অংশ নিতে পারব।’

অপরদিকে বড়পলাশবাড়ী ইউপির বাতিল হওয়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলায় ৮ ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেছিলেন ৩৮ জন প্রার্থী। এর মধ্যে যাচাই-বাছাইয়ের শেষের দিনে বাতিল হয়েছে দুজনের মনোনয়নপত্র। আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু। ভোট গ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাদক ব্যবসা ছেড়ে সফল উদ্যোক্তা ঠাকুরগাঁওয়ের মাজেদ

ঠাকুরগাঁওয়ে প্রবাসী সংগঠনের সভাপতি –হালিম, সম্পাদক- সোহেল

দিনাজপুরে ঘুমের সমস্যা ও সমাধান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কাবুল বিমানবন্দর চালাতে তুরস্কের সহায়তা চায় তালেবান

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিকের মৃত্যু দুর্ঘটনার পর ট্রাকটি পাট নিয়ে অবস্থান করছে ভারতে

হাবিপ্রবিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট’র ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে আইডিইবি’র যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক সভা

হাবিপ্রবিতে “ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন” বিষয়ক প্রশিক্ষণ

পঞ্চগড়ে হতদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

দিনাজপুরে সড়ক অবরোধ করে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ