শনিবার , ৬ নভেম্বর ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন: বালিয়াডাঙ্গীতে দুজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৬, ২০২১ ৩:৫৯ অপরাহ্ণ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)থেকে:

তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ যাচাই-বাছাই কার্যক্রম চলে। এতে দুই স্বতন্ত্র চেয়ারম্যান পদের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিরা হলেন দুওসুও ইউপির মোহাম্মদ উল্লাহ রায়হান ও বড় পলাশবাড়ী ইউপির বাবুল আকতার।
এ বিষয়ে দুওসুও ইউপির রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান জানান, দুওসুও ইউপির ১২ জন চেয়ারম্যান পদের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাইবাছাই শেষে সরকারি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকায় মোহাম্মদ উল্লাহ রায়হান নামে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে মনোনয়নপত্রে ৫ লাখ টাকার বেশি নির্বাচনী ব্যয় দেখানোর কারণে বাবুল আকতার নামের অপর স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দুওসুও ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদের প্রার্থী মোহাম্মদ উল্লাহ রায়হান বলেন, ‘যাচাইবাছাইয়ে আমাকে আত্মসমর্পণের সুযোগ না দিয়ে মনোনয়ন বাতিল করে রায় দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আমি রায়ের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ঠাকুরগাঁও জেলা নির্বাচন বরাবরে আপিল করেছি। সেখানেও মনোনয়ন ফিরে না পেলে উচ্চ আদালতের শরণাপন্ন হব। আমি আশাবাদী মনোনয়ন ফিরে পাব এবং নির্বাচনে অংশ নিতে পারব।’

অপরদিকে বড়পলাশবাড়ী ইউপির বাতিল হওয়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলায় ৮ ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেছিলেন ৩৮ জন প্রার্থী। এর মধ্যে যাচাই-বাছাইয়ের শেষের দিনে বাতিল হয়েছে দুজনের মনোনয়নপত্র। আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু। ভোট গ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাশরাফির দুই সন্তান করোনায় আক্রান্ত

পীরগঞ্জে প্রধান শিক্ষককে মারপিট করে পদত্যাগ পত্র লিখে নেয়ার ঘটনায় ক্ষমা চাইলেন সাবেক ইউপি চেয়ারম্যান

পীরগঞ্জে ভূমি অধিকার বিষয়ক সমাবেশ

দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের পক্ষে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি মহামুল হককে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে ৪০ দিনের কর্মসূচির কাজে অনিয়মের অভিযোগ উঠেছে

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হরিপুর উপজেলা আওয়ামী লীগের র‍্যালী আলোচনা সভা

ঘোড়াঘাট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময় সভা

ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড ইন্সটিটিউটের ভূমি নিয়ে  সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন, যে কোন সময় ঘটতে পারে সংঘর্ষ

ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড ইন্সটিটিউটের ভূমি নিয়ে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন, যে কোন সময় ঘটতে পারে সংঘর্ষ

মহান মে দিবস উদযাপনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বিশ্বনবীকে নিয়ে ভারতের পুরোহিত কটুক্তি করায় হাকিমপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ