পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে গ্রামীণ দরিদ্র নারীদের ছাগল পালনের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের উপকারভোগি হতদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহায়তায় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২২ জন হতদরিদ্র নারীর মাঝে দুইটি করে ছাগল বিতরণ করা হয়। গতকাল বুধবার সকালে হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ সকল নারীদের হাতে ছাগল তুলে দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। ফেডারেশন চেয়ারম্যান আবেদ আলীর সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম ও হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন। বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান রশিদুল ইসলাম, ইউপি সদস্য সৈয়দ আলী, মাহতাব প্রধান, ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তত্বাবধানে এসব ছাগলকে পিপিআর ভ্যাকসিন প্রদান করা হয়।