মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ইউপি নির্বাচনে ২৩ টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত প্রার্থীরা।
আগামী ১১ নভেম্বর(বৃহস্পতিবার) হরিপুর উপজেলায় ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর মধ্যে উপজেলার ৫ নং হরিপুর সদর ইউনিয়নের ভোট কেন্দ্রগুলো অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থী ও ভোটাররা। প্রশাসন বলছেন ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
উপজেলায় ৬টি ইউনিয়নে ৫৪ টি ভোট কেন্দ্রর মধ্যে ২৩টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।
হরিপুর থানা অফিসার ইনর্চাজ তাজুল ইসলাম বলেন, পুলিশ, র্যাব,বিজিবি, আনসার সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে থাকবে। এক কথায় হরিপুর উপজেলা নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হবে।