বৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে ৮’শ ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমাম গ্রেফতার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১১, ২০২১ ১০:১০ পূর্বাহ্ণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৮’শ ১০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট ইমামকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার বিকালে উপজেলার ভেবরা নামক স্থানে তার নিজ বাড়ি থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা পরিদর্শক ফরহাদ আকন্দসহ একটি চৌকস দল তাকে গ্রেফতার করেন।

এসময় তার বাড়ি থেকে ৮’শ ১০পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

মাদক সম্রাট ইমাম ভেবরা গ্রামের মৃত পেশাল উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে জাল টাকা ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানায়।

উল্লেখ্য যে,গত কয়েক মাস আগেও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পীরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জামিনে বের হয়েই আবার মাদক ব্যবসা শুরু করেন তিনি।

সূত্র থেকে জানা গেছে, ১০ হতে ১৫ জন সহযোগী তার এলাকায় তাকে মাদক ব্যবসার সহযোগিতা করেন বলে স্থানীয়রা জানান।

তাকে গ্রেফতারের সময় তার ভাতিজা ও তার মাদক ব্যবসার সহযোগী মিলনকে মাদক সেবন করা অবস্থায় আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৩’মাসের সাজা দেয় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা পরিদর্শক ফরহাদ আকন্দ বলেন, ইমাম হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পীরগঞ্জ থানায় নিয়মিত মামলা হয়েছে। তার ভাতিজা মিলনকে ভ্রাম্যমাণ আদালতে ৩’মাসের সাজা দেয়া হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড।

ধর্মীয় সম্পৃতির এই দেশে ধর্মকে ব্যবহার করে একটি মহল রাজনীতি করার চেষ্টা করছে.—-রেলপথ মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় বিচারের দাবিতে উদীচীর প্রতিবাদ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকশের লক্ষ্যে মতবিনিময় সভা

সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ এর বিদায় সংবর্ধনা

কাহারোলে ব্যাংক এশিয়া লিমিটেড এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর দিনাজপুরে যারা নৌকার মাঝি হলেন

পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মিছিল- সমাবেশ

আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বাংলাদেশের সম্প্রীতি নষ্টের চক্রান্তে যারা লিপ্ত তারা জাতীয় শত্রু -মনোরঞ্জন শীল গোপাল এমপি