মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি\ দিনাজপুরের সেতাবগঞ্জ
সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় ও অফিস
সহকারী মোঃ সাবেদ আলী চাকুরী হতে অবসর গ্রহণ করায় বৃহস্পতিবার তাদের
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। সকাল ১১টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থী
ও শিক্ষক কর্মচারী আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সিনিয়র
সহকারী শিক্ষক মোঃ সায়েদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন
যথাক্রমে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা চৌধুরী. উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুস
সবুর, দিনাজপুর জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ, উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব প্রমুখ। এসময় বিদ্যালয়ের
বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য থাকে যে, বিশ্বনাথ রায় ১৯৮৯ সালে এই বিদ্যালয়ে ১ম সহকারী
ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন। এর পর ২০১৫ সালের পহেলা জানুয়ারী তিনি
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ৯বছর প্রধান
শিক্ষকের দায়িত্ব পালনকালে তিনার অক্লান্ত পরিশ্রমে এবং নৌপরিবহন
সমন্ত্রণালয়ের মানণীয় প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র
সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি সরকারী করণের পাশাপাশি, বিদ্যালয়ে একাডেমিক
ভবন নির্মাণ, ডিজিটাল ল্যাব, ডিজিটাল লাইব্রেরী, ক্লাসে ক্লাসে ডিজিটাল
বোর্ড স্থাপন সহ বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।