মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত সিনিয়র স্টাফ নার্স ও আয়ার উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে দুস্কৃতিদের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে রবিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কর্মরত সকল ডাক্তার, নার্স ও কর্মচারীগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম খান।
ডাঃ মনিরুল ইসলাম খান বলেন গত ১১ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কিছু দুষ্কৃতি ব্যক্তি সামান্য ঘটনা নিয়ে হাসপাতালে ডিউটিরত সিনিয়র স্টাফ নার্স পারুল বালা ও আয়া পুদিনা রানী পালের উপর হামলা ও শারীরিক নির্যাতন করে। এতে তারা দুজনেই গুরুত্বর আহত হন। তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে সিনিয়র স্টাফ নার্স পারুল বালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো বলেন এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিদের আইনের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
উল্লেখ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে হরিপুর থানা, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জান গেছে।