শুক্রবার , ৪ নভেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলায় উপচেপড়া ভীড়

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৪, ২০২২ ৭:০১ অপরাহ্ণ

ফুলবাড়ী প্রতিনিধি\ বিলুপ্তপ্রায় জাতীয় খেলাটি দেখতে দিনাজপুরের ফুলবাড়ীতে নানা বয়সের নারী-পুরুষ উপচে পড়া ভিড় আর করতালির মধ্যে হা-ডু-ডু টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়। গ্রামবাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী এই হা-ডু-ডু খেলায় ৮টি দল অংশ নেয়।
গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী খেলায় বাসুদেবপুর একাদশ ৩০ পয়েন্ট এবং দৌলতপুর ঘোড়ার মোড় একাদশ ৬৭ পয়েন্ট পেয়ে জয়ী হয়। শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিদ্বয়।
গত বুধবার বিকেল সাড়ে ৫টায় শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির মোক্তারপুর যুব সংঘের উদ্যোগে ‘শামীম মেম্বার হা ডু ডু টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়।
খেলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হা-ডু-ডু টুর্ণামেন্ট খেলার আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান। জনপ্রিয় এ খেলা দেখতে মাঠের চারিদিকে কানায় কানায় পরিপূর্ন ছিল দর্শক। গ্রামবাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলাটি দেখতে মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন বয়সি নারী ও পুরুষের সমাগম ঘটে।
গত বুধবার বিকেল সাড়ে ৫টায় মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘শামীম মেম্বার হা ডু ডু টুর্নামেন্ট’র উদ্বোধনকালে খয়েরবাড়ী ইউপি সদস্য শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ মহিলা সদস্যা হাসিনা বেগম, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
খেলা দেখতে আসা কলেজছাত্রী আয়েশা আক্তার বলেন, বই পুস্তকে হা ডু ডু খেলার নাম দেখেছি এবং পড়েছি। নিজ স্কুল মাঠে খেলা দেখে ভালো লেগেছে। গ্রামবাংলার এই খেলাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। তাছাড়া খেলাধূলা নিয়মিত আয়োজন করলে যুব সমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পাবে।
হাডুডু খেলার উদ্যোক্তা ও খয়েরবাড়ী ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন বলেন, হা ডু ডু আমাদের দেশের জাতীয় খেলা হলেও কালের বিবর্তনে অনুশীলন আর হয় না। তাই খেলাটির ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়পুকুরিয়া কয়লাখনিতে আর্থিক অনুদানের চেক বিতরণ

বীরগঞ্জে সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকা ভুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে গেট টুগেদার ও কেক কাটা অনুষ্ঠান

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকা ভুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে গেট টুগেদার ও কেক কাটা অনুষ্ঠান

ঠাকুরগাঁও-২: সরকারের উন্নয়ন চিত্র নিয়ে অ্যাডভোকেট টুলুর গণসংযোগ

ঠাকুরগাঁওয়ে দুস্থ নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

দিনাজপুর কেবিএম কলেজে বসন্ত বরণ উৎসব পালিত

পীরগঞ্জে উদার ফাউন্ডেশন’র ৫০০ শীতার্তকে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক সহ আটক – ২

হরিপুরে দুর্নীতিবিরোধী, নারী নির্যাতন ও বেগম রোকেয়া দিবস পালিত

জন্মবার্ষিকীতে কবি কাজী নজরুল ইসলামের  প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

জন্মবার্ষিকীতে কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা