বুধবার , ১ জুন ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমিতি খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ — আদালতে মামলা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সমবায় সমিতি খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সমিতির পরিচালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ আলী ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে ইতিমধ্যে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা করেছেন ভুক্তভোগীরা। অভিযোগে জানা যায়, এরশাদ আলী ও সঙ্গীয় একটি চক্র ঐ এলাকায় কয়েকটি সমিতি খুলেন। পরে স্থানীয়রা সেখানে ঋন পাওয়ার আশায় সঞ্চয় জমা করেন কোটি টাকার উপরে। দীর্ঘদিন ধরে ঋন প্রদান না করলে সদস্যরা তাদের সঞ্চয়ের টাকা ফেরত চান। কিন্তু এরশাদ ও সঙ্গীয় চক্রটি সদস্যদের টাকা না দিয়ে তাদের সাথে অশোভন আচরন ও হুমকি-ধমকি প্রদান করেন। পরে ভুক্তভোগী মানুষজন ঠাকুরগাঁও জেলা প্রশাসক, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার, ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ বেশ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ জমা করেন।
এছাড়াও বালিয়াডাঙ্গী থানা ও আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ওই সমিতির পরিচালক বালিয়াডাঙ্গী উপজেলার আরাজী সরলিয়া (জোতপাড়া) গ্রামের মৃত রহিম উদ্দীনের ছেলে এরশাদ আলী, প্রতারক চক্রের সদস্য আব্দুর রাজ্জাক, মো: আবু সাঈদ, মো:সাইফুল ইসলাম, মো: আবেদুর রহমান, মোছা: রুমা আক্তার, মোছা: হালিমা বেগম রয়েছেন। ভুক্তভোগীরা জানান, অভিযুক্ত এরশাদ ও সিন্ডিকেট চক্রটির সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তারা বর্তমানে সবাই আইনের চোখ ফাঁকি দিয়ে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তবে প্রধান অভিযুক্ত এরশাদ পলাতক রয়েছেন। সদস্যদের মামলা ভিন্নখাতে প্রবাহিত করতে ও বিপুল পরিমাণ অর্থ স্থায়ীভাবে আত্মসাতের উদ্দেশ্যে প্রতারক চক্রটি মুল অভিযুক্ত এরশাদকে প্রাণে মেরে ফেলতে পারে বরে আশংকা প্রকাশ করেন। এ অবস্থায় তাদের জমানোকৃত সঞ্চয়ের টাকা ফেরতের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সম্ভাব্য বিজয়ী বাইডেনের নিরাপত্তা জোরদার হচ্ছে

শহীদ শেখ রাসেল-এর ৫৯তম জন্মদিন দিনাজপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন

দিনাজপুর পৌরসভায় নতুন প্রশাসকের নির্দেশনায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

বাংলাদেশের উন্নয়ন দেখে স্বাধীনতা বিরোধীদের বুকটা ফাইট্টা যায় -নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর শিল্পকলা একাডেমির উদ্দ্যোগে জেলা উপজেলার দুইশত শিল্পীরা মাতিয়ে তুলল গণ জাগরণের সাংস্কৃতিক উৎসব

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বোচাগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন

বীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষে এমপি আলহাজ্ব জাকারিয়া জাকা কে ফুলেল শুভেচ্ছা

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৮ জনের মৃত্যু

বীরগঞ্জের জগদলে ফুটবল খেলা অনুষ্ঠিত

সরকারী নিয়ম-নীতি উপেক্ষা করে বীরগঞ্জে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার