পীরগঞ্জ প্রতিনিধিঃ সরকারী অফিসের সেবা প্রাপ্তি বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের সাথে উপজেলার প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর সংলাপ হয়েছে। রবিবার সকালে মানব কল্যান পরিষদ নামে একটি বেসরকারী সংস্থার উপজেলা কার্যালয়ে এ সংলাপ হয়। উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি কাজী সোনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ সভায় বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ,একাডেমিক সুপার ভাইজার জহরুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, মানব কল্যান পরিষদের পিএম রাশেদুল আলম লিটন, এরিয়া কো-অর্ডিনেটর রওশন আরা রোজী, ফিল্ড ফেসিলেটর শিরিন আকতার, নিলুফা ইয়াসমি ও সানারুল ইসলাম, উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য ওয়াজ কুরনী, ইউনিয়ন কমিটির সদস্য সাবিত্রি রানী প্রমুখ। সভায় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, নাগরিক সমাজ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়।