হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার উপজেলার যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও আমগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি উমাকান্ত ভৌমিকের সভাপতিত্বে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয় চত্বরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,
যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ একে এম শামীম ফেরদৌস টগর, সহকারী অধ্যাপক প্রফুল্ল চন্দ্র ভৌমিক,সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম ও সহকারী অধ্যাপক মুনসুর আলী প্রমূখ।