বৃহস্পতিবার , ৪ আগস্ট ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিনা টিকিটে স্টেশনে প্রবেশকে কেন্দ্র করে মারামারি, আহত-৩ দিনাজপুরে রেল কর্মচারীদের বিক্ষোভ, আটকা পড়ে পঞ্চগড় এক্সপ্রেস

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৪, ২০২২ ১১:২৫ অপরাহ্ণ

দিনাজপুর রেলস্টেশনে টিকিট ছাড়া প্রবেশ করতে গিয়ে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকের সঙ্গে বাগবিতÐা ও এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে আহত একজনকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন- দিনাজপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মাসুদ পারভেজ (৩০), টিকিট কালেক্টর রিপন মিয়া(২৭) ও পোর্টার ম্যান মো. নাহিদ হাসান (৩২)। তবে মাথায় আঘাত পেয়ে দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মাসুদ পারভেজ। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে, দিনাজপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এক ঘণ্টা পঞ্চগড় এক্সপ্রেস আটকে রাখে বিক্ষোভকারীরা। পরে আশ্বাস দিলে আন্দোলনকারীরা রেললাইন ছেড়ে দেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস এসে পৌঁছালে আন্দোলনকারীরা লাইনে বসে পড়েন। পরে ট্রেনটি ৩টা ৪০মিনিটের দিকে ছেড়ে যায়।
এ সময় রেলের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সফি নুর মোহাম্মদ ও সৈয়দপুর রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মমতাজ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের আশ্বাসে লাইন ছেড়ে দেন তারা।
আন্দোলনকারী টিকেট কালেক্টর মোহাম্মদ রিপন বলেন, আমাদের ওপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা হামলা চালিয়। হামলায় আমাদের নিরাপত্তা কর্মী গুরুতর আহত হয়েছেন। রাত ২টায় থানায় থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তা-কর্মচারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
রেলের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ জানান, ঘটনাস্থল ও টিকেট কালেক্টর রুম পরিদর্শন করেছি। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয়। ফুটেজে রেলের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা করতে দেখা গেছে। হামলার সময় তাদের কাছে লাঠি দেখা গেছে।
এর আগে গত বুধবার সন্ধা ৬টার দিকে দিনাজপুর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কাঞ্চন এক্সপ্রেস এবং শান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস দিনাজপুর প্ল্যাটফর্মে দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ-নেওয়াজ রেলওয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা রেলের কর্মকর্তা-কর্মচারীরা তার কাছে টিকিট দেখতে চায়। টিকিট না দেখিয়ে তাদের সঙ্গে বাগবিতÐায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন তাকে স্টেশনের এক রুমে আটক রাখে। এ খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের অন্যান্য কর্মচারীরা এসে তাদের উপ-পরিচালককে জোরপূর্বক ছাড়িয়ে নিতে চাইলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটলে তিনজন আহত হয়।
এ ব্যাপারে দিনাজপুর রেলওয়ে থানার ওসি এরশাদুল হক ভুইয়া জানান, স্টেশনে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় বিচার দাবীতে ঘন্টাখানেক পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির গতিরোধ করা হয়। তবে বিকালে এই ঘটনায় দুই পক্ষকে নিয়ে আপোষ-রফায় সভা বসে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আজ (১৭ এপ্রিল) পীরগঞ্জে গণহত্যা দিবস

পীরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

প্রস্তুত গোর-এ শহীদ ঈদগাহ ময়দান দিনাজপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়

কাহারোল হাটে জায়গার অভাবে সেতুর নিচে মহিষের হাট

রাণীশংকৈলে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্টীদের মাঝে হাঁস ও ভেড়া বিতরণ

হাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার বদলি হওয়া কর্মকর্তাদের দখলে সরকারি কোয়ার্টার

সেচ সুবিধার আওতায় আসবে ৪শ হেক্টর জমি পঞ্চগড়ে ২৩ বছর বন্ধ থাকার পর পাম নদী সেচ প্রকল্পের কার্যক্রম শুরু

যুক্তরাজ্যের হাইকমিশনারকে সরকারের তলব

দিনাজপুরে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ উদ্বোধনকালে এমপি গোপাল বাংলাদেশে সংখ্যলঘু সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষনের জন্য শেখ হাসিনার চেয়ে বেশি কেউ ভাবে না