পীরগঞ্জ প্রতিনিধি ঃ তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায় ৭টি ইউনিয়নে আওয়ামীলীগ এবং ৩টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন।
চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন ১ নং ভোমরাদহ ইউনিয়নে হিটলার হক (নৌকা). ২ নং কোষারাণীগঞ্জ ইউনিয়নে মোস্তফা আলম(আনারস), ৩ নং খনগাও ইউনিয়নে মোঃ সহিদ হোসেন(নৌকা), ৫ নং সৈয়দপুর ইউনিয়নে বিবেকানন্দ নিমাই(নৌকা), ৬ নং পীরগঞ্জ ইউনিয়নে মোখলেসুর রহমান চ্যেধূরী(ঘোড়া), ৭ নং হাজীপুর ইউনিয়নে জয়নাল আবেদীন(নৌকা), ৮ নং দৌলতপুর ইউনিয়নে সনাতন চন্দ্র রায়(নৌকা), ৯ নং সেনগাও ইউনিয়নে সাইদু রহমান( মটর সাইকেল), এবং ১০ নং জাবরহাট ইউনিয়নে জিয়াউর রহমান (নৌকা), ১১ নং বৈরচুনা ইউনিয়নে টেলিনা সরকার হিমু(নৌকা)।