.মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালন করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি-
আধাসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং দিনব্যাপী ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। ৭ মার্চ সোমবার সকাল ১০ টায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলী আসলাম জুয়েল এবং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। বেলা ১০.৪৫ টায় ইউনিয়ন পরিষদসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শতকণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।এরপর বেলা ১১.০০ টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার (৬ মার্চ অনুষ্ঠিত প্রতিযোগিতার) বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবায়ের হসেন, এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, এছাড়া আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু প্রমুখ। বাদ যোহর বালিয়াডাঙ্গী উপজেলার সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, মন্দির, গীর্জাসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। কর্মসূচির সকল অনুষ্ঠানে সক্রিয় উপস্থিতি এবং আন্তরিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, বালিয়াডাঙ্গীর পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।