বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসটির সূচনা করা হয়। পরে যাদের আত্মত্যাগে বাংলার বিজয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করেন দিনাজপুরের কাহারোল উপজেলা ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষে থেকে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেন। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার কাহারোল উপজেলা ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের আয়োজনে সূর্য উদায়ের সাথে সাথে বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষায় আলোকিত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের মাহেন্দ্রক্ষণে আনন্দ র্যালী শেষে কাহারোল উপজেলা ৭১ এর সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি মো: আজহার আলীর নেতৃত্বে স্মৃতি সৌধে পুষ্প অর্পণ করা হয় এসময় সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, আব্দুল বারেক সিরাজুল ইসলাম, রবি মাডি,শরিফুল আলম,আমিন,মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।